তাওয়াক্কুল বার্ড—ক্যরিয়ার প্ল্যানিং কোর্স
হাদিসে কুদসিতে বর্ণিত, রাসুল স. বলেন, আল্লাহ্ সুবহানআহু ওয়া তায়ালা বলেছেন ‘যদি তোমরা আল্লাহর ওপর পাখির মত তাওয়াক্কুল করতে, পাখি যেভাবে সকালে খালি পেটে বের হয় ও সন্ধায় ভরা পেটে নীড়ে ফিরে, তাহলে তোমাদেরকে সেভাবেই রিযক দেয়া হত।’
রিযক আল্লাহর নির্ধারণ; আমাদের এখতিয়ার শুধু যা আমার জন্য নির্ধারিত আছে তা তাঁর সন্তুষ্টি না অসন্তষ্টির পথে অর্জন করব, এতটুকুই! আল্লাহ প্রত্যেক প্রানীকেই স্বকীয় বৈশিষ্টে সৃস্টি করেছেন রিযিক অন্বেষণের জন্য। পিপড়া শস্যদানাকে দুইখন্ড করে সংরক্ষণ করে, ধোনে দানা সংরক্ষন করে চার খন্ডে, কারণ দুখন্ডেও এর চারা জন্মায়। আপতদৃষ্টিতে এলোমেলো জাল বোনা মনে হলেও খাবার জালে আটকানোর জন্য অদ্ভুত আর্কিটেকচারে মাকড়সা জাল বুনে। পরিযায়ী পাখি মহাদেশ পাড়ি দেয় জীবিকার জন্য আল্লাহর উপর ভরসা করে। তাদেরকে এগুলো কে শেখাল? মহাদেশ পাড়ি দেবার জন্য দিক নির্ণয়ের অত্যাধুনিক জাইরোস্কোপ স্রস্টা ছোট্ট পাখিটিকে দিয়ে থাকলে, আপনাকে কী স্বকীয় বৈশিষ্টে সৃষ্টি করা হয়েছে, যার দ্বারা আপনি রিযক অন্বেষণের কাজটি সুচারুরুপে করতে পারবেন? তাই আসুন নিজের স্বভাব, বৈশিষ্ট্য, কর্মদক্ষতা ও ইচ্ছাকে ক্যারিয়ার লেন্সের ভেতরে আবিষ্কার করুন!
কর্মজীবনের প্রাক্কালে, চাকরি ও ব্যবসা পরিবর্তনের সময় সকলেই একটি আত্ম-জিজ্ঞাসার সম্মুখীন হই, কী করব? কী করলে ভালো হবে? কোন পেশায় ও ব্যবসায় প্রাপ্তি বেশি? অথচ কোন পেশা আমার জন্য ভালো; এই প্রশ্নটি নিজেকে আমরা কমই করি। প্রাতিষ্ঠানিক, পারিবারিক, পরিচিতজন নেটওয়ার্কের মাধ্যমে কোথাও আবেদন করি, নির্বাচনে টিকে যাই, কাজ শুরু করি—শুরু হয় পরিস্থিতি, সুযোগ কেন্দ্রিক ক্যারিয়ার। অথচ সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে যে বিশেষ বৈশিষ্ট্য, স্বভাব, কর্মদক্ষতা দিয়ে সৃষ্টি করেছেন সে ধরনের কোনো কাজ পেশা, ক্যারিয়ার হিসেবে সজ্ঞানে নির্বাচন করে কর্মজীবন শুরু করলে সফলতা হয় সহজাত। পেশাকে কাজ মনে হয় না, একঘেয়েমি আসার প্রশ্নই আসে না। সর্বোপরি কাজকে কষ্টকর মনে হয় না। কোর্সটি আপনার এ প্রশ্নের উত্তর খোঁজার প্রয়াশ! দক্ষ প্রশিক্ষককে তো আপনার পাশে পাচ্ছেনই। একইসাথে অভিজ্ঞতার আলোকে প্রাক্টিক্যাল টিপস-এ ভরপুর এ কোর্সটি আপানার গাইড হতে পারে, জীবনের এ পথ পরিক্রমায়।
ক্যারিয়ার প্ল্যানিং হচ্ছে নিজের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহারের প্রস্তুতি গ্রহন। সফল ক্যারিয়ার গঠনের জন্য উপযুক্ত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ক্যারিয়ার প্ল্যানিং কোর্সে নিম্নোক্ত বিষয়গুলির ওপর প্রশিক্ষণ দেয়া হবে:
এই কোর্স আপনাকে চাকুরি বাজারের ভীড় থেকে আলাদা করে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। বলা হয়ে থাকে— “যে নিজেকে খুঁজে পেল, সে গুপ্তধনের সন্ধান পেল।”