logo
ক্যালিগ্রাফি পেইন্টিং ইন্টারমিডিয়েট কোর্স - নিবন্ধন করুন এখনি! x
blog

আল্লাহ্‌র ইক্বর ডাকে সাড়া দিন

قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফারদ।” (ইবনে মাজাহ, ২২৪)। কুরআন পড়তে শেখা এই পর্যায়ের জ্ঞান, যা সবার জন্য আবশ্যক (ফারদ)।
 
কুরআন পড়তে শেখাকে সহজ করার জন্য ইলাননূর ইন্সটিটিউট একটি যুগোপযোগী ব্লেন্ডেড সিলেবাস এবং শিখন পদ্ধতি গ্রহণ করেছে।
১২ সপ্তাহ সময়ের মধ্যেই আরবি বর্ণমালার সাহায্যে শব্দসমূহের সমন্বয়ে আয়াতের পঠনরীতি আয়ত্ব করতে পারবেন। সূরা ফাতিহাসহ সালাতে ব্যবহৃত ছোট সূরাসমূহ মানুষ উচ্চারণ করে পড়তে সক্ষম হবেন (কুরআন পড়ি-প্রাথমিক)।
 
পরের ১২ সপ্তাহে ৩০তম পারার নাজেরা, এবং অন্যকেও কুরআন পড়তে শেখানোর যোগ্যতা অর্জন করবেন (কুরআন পড়ি-মাধ্যমিক) ইনশাআল্লাহ!
 
অভিজ্ঞ শিক্ষকদের নিকট হতে সরাসরি কুরআন পড়তে শেখা:
# ফাজর ব্যাচ: ৫:৩০ হতে ৬:৩০ [রবি, মঙ্গল,বৃহঃস্পতি]
# মাগরিব ব্যাচ: ৭:৩০-৮:৩০ [শনি, সোম ও বুধ]
 
সময়কাল: ২৩ জুলাই-২২ অক্টোবর সপ্তাহে ৩টি ক্লাস, ৩ মাস সর্বমোট ৩৬ টি শিখন সেশন।
 
সপ্তাহে ৩টি ক্লাস, ৩ মাসের এই কোর্স পরিচালনায় মেধা, শ্রম, সময় এবং প্রাতিষ্ঠানিক খরচাদির কথা চিন্তা করে মাসে ১২০০ টাকা (এককালীন পেমেন্টে ছাড় ৩০০০ টাকা) রাখলেও--মৌলিক চাহিদা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মতো সকলের জন্য আবশ্যক বিষয় বিবেচনা করে এই কোর্সের জন্য টিউশন ফি ঐচ্ছিক করা হয়েছে।
 
যোগাযোগ: ০১৪০৭০৭০২৬১/ ০১৪০৭০৭০২৭০
 
 
 
 
Learn to Read Quran at ilannoor Institute in a perfectly blended syllabus under experienced teachers.