কুরআন বিশুদ্ধভাবে শেখা ও সুন্দরভাবে তিলাওয়াত করা প্রত্যেক মুসলমানের ওপর অবশ্য কর্তব্য। কুরআনে একাধিক আয়াতে আল্লাহ কুরআন তিলাওয়াতের ও সুন্দরভাবে তিলাওয়াত করার নির্দেশ দিয়েছেন, কুরআন তিলাওয়াত যে আবশ্যক তা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, (বলুন হে মুহাম্মাদ) আমাকে তো নির্দেশ দেয়া হয়েছে এই শহরের রব-এর ইবাদাত করতে যিনি এটিকে সম্মানিত করেছেন এর সব কিছু তাঁরই অধিকারে। আর আমাকে নির্দেশ দেয়া হয়েছে, আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। আর আমি যেন আল-কুরআন অধ্যয়ন করি, অতঃপর যে হিদায়াত লাভ করল সে নিজের জন্য হিদায়াত লাভ করল; আর যে পথভ্রষ্ট হল তাকে বল, ‘আমি তো সতর্ককারীদের অন্তর্ভুক্ত।’ সূরা নামল, আয়াত: ৯১-৯২
কুরআন সুন্দর করে তিলাওয়াতের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ‘আর স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন তিলাওয়াত করো।’ -সূরা মুযযাম্মিল, আয়াত: ৪
মানুষকে কুরআন শোনানো ও কুরআন শেখানো ছিলো রসূল সা.-এর অন্যতম নবুয়তি দায়িত্ব। আল্লাহ বলেন, যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে, যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়। আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না। -সূরা বাকারা, আয়াত: ১৫১
যারা কুরআন থেকে দূরে থাকবে, তিলাওয়াত, চর্চা ও অনুশীলন করবে না, কেয়ামতের দিন রসূল সা. তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন। কুরআনে কেয়ামতের দিবসের অবস্থা বর্ণনা করে আল্লাহ বলেন, ‘সেদিন প্রকৃত সার্বভৌমত্ব হবে পরম করুণাময়ের। আর সে দিনটি কাফিরদের জন্য বড়ই কঠিন।… আর রাসূল বলবে, ‘হে আমার রব, এই লোকেরা কুরআন পরিত্যাগ করেছিলো’ -সূরা ফুরকান, আয়াত: ৩০
ইলাননূর ইন্সটিটিউট কুরআন-বিশেষায়িত প্রতিষ্ঠান। মুসলমানদের মধ্যে বিশুদ্ধ কুরআন পাঠ, কুরআন অনুধাবন, কুরআনের শিক্ষা অনশীলনের প্রসার প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য। কুরআন ও কুরআনের ভাষা আরবি শিক্ষার একাধিক কোর্স পরিচালনা করে ইলাননূর ইন্সটিটিউট।
এ ছাড়া মুসলমানদের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ ও প্রোডাক্টিভিটি বৃদ্ধির লক্ষ্যেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
এই কোর্সটিতে ইজাজা প্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে সরাসরি কুরআন পড়তে শেখানো হয়। বাদ ফজর ও বাদ মাগরিব দুটি আলাদা ক্লাস হয়। যে কোন বয়সের শিক্ষার্থীরা ক্লাসগুলো করতে পারেন।
কোর্সটিতে অংশগ্রহণকারীরা ১২ সপ্তাহ সময়ের মধ্যেই আরবি বর্ণমালার সাহায্যে শব্দসমূহের সমন্বয়ে আয়াতের পঠনরীতি শেখেন। সূরা ফাতিহাসহ সালাতে ব্যবহৃত ছোট সূরাসমূহ উচ্চারণ করে পড়তে পারেন।
এই কোর্সটিতে উপযুক্ত শিখন পদ্ধতি ও দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে আরবী শেখানো হয়। শিক্ষার্থীরা কুরআনে ব্যবহৃত ৪০০০ টি মৌলিক শব্দের উচ্চারণ শেখার পাশাপাশি অর্থও শেখেন।
কুরআন বুঝি—প্রাথমিক (২০ সপ্তাহ) ও কুরআন বুঝি—মাধ্যমিক (২০ সপ্তাহ)-এ অংশগ্রহণকারীরা এক বছরের মধ্যে সরাসরি আরবি থেকেই কুরআন অনুধাবনে সক্ষম হন।
এই কোর্সটিতে শিক্ষার্থীরা কুরআনে ব্যবহৃত শব্দ ভান্ডার মুখস্ত করেন, কুরআনের আয়াতগুলোতে ব্যবহৃত আরবি ভাষারীতি, ব্যকরণ ইত্যাদির প্রয়োগ শেখেন ও আয়াত থেকে সরাসরি অর্থ অনুধাবনের অনুশীলন করেন।
কোর্সটিতে অংশগ্রহণকারীরা এক বছরের মধ্যে কুরআনের প্রতিটি আয়াতের বিশ্লেষণ ও চর্চার মাধ্যমে কুরআনের মর্মার্থ অনুবধাবন করতে সক্ষম হন।
কুরআন অনুধাবন ক্লাস দু’টি সময়ে অনুষ্ঠিত হয়। সুবিধাজনক সময়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ক্লাসগুলোতে অংশগ্রহণ করা যায়।
এই কোর্সটিতে আরবি শব্দ মুখস্ত, বাক্য তৈরির কৌশল, ব্যাকরণ ও এর পর্যালোচনা শেখানো হয়। শিক্ষার্থীরা আরবি কথপকথনে সক্ষমতা অর্জন করেন ও কুরআনের অর্থ বুঝতে পারেন।
তিন পর্বের প্রতি পর্বে ৩০টি মডিউলে বাদ মাগরিব একদিন অন্তর সাপ্তাহে তিন দিন করে মোট চার মাস ক্লাস হয়।
এই কোর্সটিতে হজ্জ ও ওমরাকালীন জরুরি শব্দ ও কথপকথন শেখানো হয়। ১২টি মডিউলে বাদ ফজর একদিন অন্তর সাপ্তাহে তিন দিন করে মোট চার মাস ক্লাস হয়।
এই কোর্সটিতে পেশাগত পড়াশোনা বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। নিজের অনন্য বৈশিষ্ট খুঁজে বের করে নিজের জন্য যথাযথ ক্যারিয়ার নির্বাচন করার পদ্ধতি শেখানো হয়।
কোর্সটিতে অন্তর্ভুক্ত রয়েছে ক্যারিয়ার প্ল্যানিং এর সর্বাধুনিক কলাকৌশল, Holland Code এর ম্যাধমে নিজের সামর্থ্য ও দক্ষতা অনুযায়ী সঠিক ক্যারিয়ার নির্বাচন, চাকুরি খোঁজার ব্যবহারিক প্রক্রিয়া, ক্যারিয়ার তথা জীবন সাফল্যের পঞ্চসূত্র, যথাযথ ক্যারিয়ার অ্যাকশন প্ল্যান তৈরি করা, চৌকশ কাভার লেটার ও অব্যর্থ CV তৈরি, ইন্টারভিউতে সফল হবার উপায় ও ইসলামের আলোকে চাকুরি ও রিযকের ধারণা ইত্যাদি।
কোর্সটিতে অন্তর্ভুক্ত রয়েছে মাইক্রোসফট এক্সেলে বিজনেস এ্যানালাইসিসের A-Z, প্রফেশনাল ইন্টারেকটিভ এক্সেল ড্যাশবোর্ড তৈরির পদ্ধতি, মাইক্রোসফট এক্সেলে ১০+ চমৎকার নন স্টান্ডার্ড চার্ট তৈরির পদ্ধতি, পিভট টেবিল, পিভট চার্ট, কন্ডিশনাল ফরমেটিংসহ মাইক্রোসফট এক্সেলের যাবতীয় ফাংশন ও ফর্মুলার সাথে পরিচিতি, এক্সেল পিভট টেবিল ও পিভট চার্টের সাহায্যে ডাটা এ্যানালাইসিস করার পদ্ধতি, এক্সেলে প্রফেশনাল কেপিআই ড্যাশবোর্ড তৈরি করার পদ্ধতি, বাটন ও ড্রপডাউন মেনুসহ ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড রিপোর্ট তৈরি করার পদ্ধতি, ডাটা এ্যানালাইসিসের মূলনীতি ও অগ্রাধিকারগুলো বুঝতে ও চিহ্নিত করার পদ্ধতি ইত্যাদি।