এই সিরিজ থেকে শিক্ষার্থীরা শিখবে—
* গঠনরুপ ও ব্যাকরণগতভাবে সঠিক আরবি বাক্য বলা ও লেখা।
* আরবি ধ্বনিতত্ত্ব বুঝতে ও সাবলীলভাবে বলতে সক্ষম হবে।
* আরবি ভাষাভাষীদের সাথে বিভিন্ন পরিস্থিতিতে কথোপকথনে সক্ষম হবে।
* আরব-সংস্কৃতি, ইসলামিক আচরণ ও নৈতিকতা বুঝবে।
এটি শিক্ষার্থীদের আরও যে বিষয়ে সাহায্য করবে
* আরব পণ্য, সেবা ইত্যাদির লিখিত অনুচ্ছেদ, নির্দেশনা বুঝতে সক্ষম হবে।
* আরবি ভাষায় উৎকর্ষতা অর্জন।
* আরবি মাধ্যমে বিশ্ববিদ্যালয় কোর্সে অধ্যয়নের যোগ্যতা অর্জন।
* ইসলামি বই পড়তে এবং বুঝতে শিক্ষার্থীরা সক্ষম হবে।
FA13-Arabic for Girls Awladina (Lalmatia)
No Review found