মেয়েদের এবং মায়েদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স – লালমাটিয়া
“...আমার ছোট কন্যা কোরআন পড়ে, আর, একটু পর পর আমাকে ডেকে বলে, ‘আম্মু, আমি বোধহয় এই আয়াতের অর্থ বুঝতে পারছি।’ আমি অবাক হয়ে দেখি, সম্পূর্ণ সঠিক না হলেও, সে সেই আয়াতের মোটামুটি কাছাকাছি একটা অর্থ বের করে ফেলেছে। একজন মুসলিম মা হিসেবে এই পৃথিবীতে আমার এর থেকে খুশীর সংবাদ আর কি আছে, যখন আমার বারো বছরের কন্যা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে।”
...মেয়েকে নিয়ে আরবি শিখে অনুরূপ অনুভূতিতে আপনিও আপ্লুত হোন।
আপনি
কি কুরআন বুঝা, আরবি বইপড়া, আরবিতে সাবলীল কথোপকথন, ও আরবি মিডিয়াম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের উপযুক্ত হিসেবে নিজেকে গড়ে তুলতে চান? তাহলে এই পূর্ণাঙ্গ কোর্সটিই আপনি খুঁজছেন।
আরবি কোনো ঔপনিবেশিক ভাষা নয়; এটি অহীর ভাষা। আরবি ভাষা ইসলামি জ্ঞানের প্রবেশদ্বার। কুরআন-হাদিস অনুধাবনে, সলাতেে মনোযোগ বাড়াতে আরবি ভাষা শেখা অপরিহার্য্য। আপনি নিজে আরবি শিখে অন্যকে শেখানোর মাধ্যমে কুরআনের আলোয় আলোকিত পরিবার ও সমাজ গঠনে অবদান রাখতে পারেন। হযরত ওমর রা: বলছেন, “তোমরা আরবি ভাষা শিখো, কেননা এটা হচ্ছে দ্বীনের-ই অংশ”।
স্কুল, কলেজ, মাদরাসা পড়াশুনার পাশাপাশি সপ্তাহে মাত্র ৩ ঘন্টা আরবি শেখার পরিকল্পনা করলে ৩ বছরের মধ্যেই আপনার সন্তান এবং সেই সাথে আপনিও আরবি ভাষায় দক্ষ হয়ে গড়ে উঠতে পারেন। পাশাপাশি O Level ও A Level study path এবং আরবি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের যোগ্য হয়ে উঠবে ইন শা আল্লাহ্।
প্রশিক্ষক:
উস্তাযা নাফিসা তালুকদার
ব্যাচেলর ইন এডুকেশন
আরবি ভাষা প্রশিক্ষক
ফি: রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা এবং মাসিক ফি ২০০০ টাকা
স্থান: ইলাননূর ইন্সটিটিউট লালমাটিয়া ক্যাম্পাস (লালমাটিয়া হাউজিং সোসাইটি কলেজের পুর্ব পাশের গলিতে), ব্লক: এ, ৮/১৬, লালমাটিয়া, ঢাকা - ১২০৭
সরাসরি যোগাযোগ:
01407070269-70